বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ২ জনের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে আজ মঙ্গলবার বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে দুজনের মৃত্যু হয়েছে।
মোহাম্মাদ আলী হাসপাতালের আবাসিক কর্মকর্তা শফিক আমিন কাজল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বগুড়া সদর উপজেলার ৪৫ বছর বয়সী এক রোগী আজ কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বিকেল ৪টার দিকে ভর্তি হন আমাদের হাসপাতালে এবং বিকেল ৫টার সময় মৃত্যুবরণ করেন। আমরা তার নমুনা সংগ্রহ করেছি। পরীক্ষার ফলাফল আসলে জানা যাবে, তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা।’
মৃত ব্যক্তি শহরের একটি ফিলিং স্টেশনের কাউন্টারে কাজ করতেন বলে জানান শফিক আমিন।
দুপুর ২টায় করোনা উপসর্গ নিয়ে ২৮ বছর বয়সী আরও এক রোগী এই হাসপাতালের আইসোলেশনে মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। গত ১৮ এপ্রিল কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছেন শফিক আমিন কাজল।
বগুড়ার সিভিল সার্জন গওসুল আজিম চৌধুরী বলেন, ‘বগুড়ার সদর উপজেলার ২৮ বছরের ওই ব্যক্তি শহরের সাতমাথায় চটপটি বিক্রি করতেন। তার নিউমোনিয়া ছিল। আর ৪৫ বছরের ব্যক্তির ডায়াবেটিস ও জ্বর ছিল।’
শফিক আমিন জানান, মরদেহ যাতে দ্রুত কবর দেওয়া যায় সেজন্য জানাজার নামাজ হাসপাতালেই পড়ানো হয়েছে।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ‘২৮ বছর বয়সী ব্যক্তির বাড়ি লকডাউন করে রাখা হয়েছে এবং ৪৫ বছর বয়সী ব্যক্তির বাড়ি লকডাউনের কাজ চলছে। ফলাফল নেগেটিভ আসলে লকডাউন তুলে নেওয়া হবে।’
Comments