শীর্ষ খবর

উপজেলা প্রশাসনের উদ্যোগে কালীগঞ্জে অনলাইন ‘ফ্রেশ অ্যান্ড সেফ ফিশ’ মার্কেট

করোনাভাইরাস সংক্রমণে ঘরবন্দি মানুষের সুবিধার্থে মঙ্গলবার থেকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় চালু হয়েছে অনলাইন বাজার ‘ফ্রেশ অ্যান্ড সেফ ফিশ মার্কেট।’

করোনাভাইরাস সংক্রমণে ঘরবন্দি মানুষের সুবিধার্থে মঙ্গলবার থেকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় চালু হয়েছে অনলাইন বাজার ‘ফ্রেশ অ্যান্ড সেফ ফিশ মার্কেট।’

কালীগঞ্জ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ ঘরবন্দি জীনযাপন করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতেও অনেক ক্ষেত্রে বাজারে যাওয়া সম্ভব হচ্ছে না। এসব ভাবনা থেকেই অনলাইনে অর্ডার নিয়ে চাহিদা মোতাবেক মাছ পৌঁছে দিচ্ছি তাদের বাড়িতে। দামও বাজারমূল্যের থেকে বেশি নয়। স্বাস্থ্যসম্মত পরিবেশের মৎস্যঘের ও পুকুর থেকে মাছ সংগ্রহ করে গ্রাহকের কাছে সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, শহরের মানুষ অনলাইনে কেনাকাটার সঙ্গে পরিচিত অনেক আগে থেকেই। দেশের বিশেষ এই পরিস্থিতিতে এখন গ্রামেও অনলাইন মার্কেটিংয়ের সুযোগ তৈরি হচ্ছে।

তিনি বলেন, মানুষের সাড়া মিললে ভবিষ্যতেও এই সেবা অব্যাহত থাকবে। মাছের দাম সম্পর্কে তিনি বলেন, আকার ভেদে গলদা চিংড়ি প্রতি কেজি ৫০০-৭০০ টাকা, বাগদা চিংড়ি ৪২০- ৭৮০ টাকা। এছাড়া ভেটকি, টেংরা, তেলাপিয়াসব বিভিন্ন রকমের ছোট-বড় মাছ পাওয়া যাবে। মাছের আকার অনুযায়ী দাম ঠিক করা হয়েছে।  

উপজেলা সদর থেকে দূরত্ব অনুযায়ী বহন খরচ মাছের দামের সঙ্গে যুক্ত হবে। অর্ডারের জন্য একটি ফেসবুক পেইজ ও দুইটি মুঠোফোন নম্বর দেওয়া হয়েছে। মাছ কেনার জন্য ইতিমধ্যে সাড়া গেছে বলেও জানান তিনি।

 

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

55m ago