জামালপুরে চিকিৎসক, পুলিশ কর্মকর্তাসহ ৫ জন করোনা আক্রান্ত

জামালপুরে এক চিকিৎসক, পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩১ জনে।
আজ মঙ্গলবার জেলার সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শনাক্ত হওয়া পাঁচ জন হলেন- জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক, একজন ওয়ার্ড বয় ও একজন ব্রাদার, জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং একটি অনলাইন নিউজ পোর্টালের স্থানীয় প্রতিবেদক।
তিনি আরও জানান, করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। আজ মঙ্গলবার সেগুলোর ফলাফল এসেছে।
আক্রান্তদের জামালপুর শহরের শেখ হাসিনা মেডিকেল কলেজে স্থাপিত করোনা আইসোলেশনে নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
Comments