করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়াল
মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৫৮ হাজার ৮০২ জন।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের ১৮৫টি দেশে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে। সর্বোচ্চ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রে মঙ্গলবার পর্যন্ত মোট আক্রান্ত হয় ৭ লাখ ৮৭ হাজার ৯৬০, মারা গেছেন ৪২ হাজার ৩৬৪ জন।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঘটে। এরপর প্রায় তিন মাসে গত ১৫ এপ্রিল বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়ায় যায়। এর মাত্র ছয় দিনের মধ্যেই আরও পাঁচ লাখ আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়াল।
Comments