মেহেরপুরে প্রথম করোনা রোগী শনাক্ত
মেহেরপুরে প্রথম করোনা আক্রান্ত রোগীর শনাক্ত করা হয়েছে। গত চারদিন আগে তার থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠানো হলে আজ বুধবার সকালে সকালে তার রিপোর্ট পজিটিভ এসেছে।
আজ সকালে মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তাকে আপাতত বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তার শরীরের পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে।’
মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গণি জানান, আক্রান্তের বাড়িসহ আশেপাশের ১০ টি বাড়ি লকডাউন করা হয়েছে।
আক্রান্ত ব্যক্তি একটি বেসরকারি সংস্থার স্বাস্থ্যকর্মী বলে জানা গেছে। তার বাড়ি জেলার মুজিবনগর উপজেলার কেদারগঞ্জে।
Comments