যশোরে কিশোরসহ ২ করোনা রোগী শনাক্ত

যশোরের চৌগাছায় এক কিশোরসহ দুই করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার এবং উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম।
ছবি: স্টার

যশোরের চৌগাছায় এক কিশোরসহ দুই করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার এবং উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, ‘গতকাল ৪ জনের নমুনা পাঠানো হয়েছিল। সেখান থেকে দুজন পজেটিভ হয়েছেন বলে সিভিল সার্জন অফিস থেকে নিশ্চিত হয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম জানান, ‘মৌখিকভাবে বিষয়টি নিশ্চিত হয়েছি। রোগীদের সংস্পর্শে যারা ছিলেন তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে এবং এসব বাড়ি লকডাউন করা হয়েছে।’

আক্রান্ত কিশোরের বাড়ি পৌরশহরের ৭নং ওয়ার্ডের মডেল স্কুল পাড়ায় ও আক্রান্ত নারীর বাড়ি ২নং ওয়ার্ডের থানা পাড়ায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল চৌগাছার চার জনের নমুনা পাঠানো হয় যশোর সিভিল সার্জন অফিসে। পরে নমুনা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় নমুনা। রিপোর্টে ওই দুজনের নমুনা পজেটিভ এসেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ওই দুজনই তাদের নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। আক্রান্ত কিশোরের ডায়রিয়া ও জ্বর ছিল এবং আক্রান্ত নারীর জর ও গলাব্যথা ছিল।

Comments

The Daily Star  | English

Inflation eases to 10.49% in August  

Inflation declined to 10.49 percent in August from 11.66 percent in July, according to data released today by the Bangladesh Bureau of Statistics

1h ago