নড়াইলে ৩ চিকিৎসকসহ ৫ জন করোনা আক্রান্ত
নড়াইলের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ চিকিৎসক ও ২ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বুধবার দুপুরে নড়াইলের সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ সকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ চিকিৎসকসহ ২ কর্মীর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তারা তারা চিকিৎসাধীন আছেন।’
তিনি আরও বলেন, ‘নড়াইল জেলা থেকে এ পর্যন্ত মোট ৬৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ৬৩ টি রিপোর্ট হাতে পেয়েছি। এরমধ্যে ৬ জনের রিপোর্ট পজিটিভ ও ৫৭ জনের নেগেটিভ এসেছে। বাকি তিনটি নমুনার রিপোর্ট হাতে আসেনি।’
জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ‘করোনা আক্রান্ত স্টাফসহ চিকিৎসকদের প্রাথমিক পর্যায়ে নড়াইলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের রিপোর্ট পজিটিভ হলেও শারীরিক অবস্থা তুলনামূলক ভালো। অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমরা লোহাগড়াকে ইতোমধ্যে লকডাউন করেছি। এছাড়া শহরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বাড়ানো হয়েছে।’
Comments