৫ মে পর্যন্ত ছুটি বাড়তে পারে, ঘোষণা আজই
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সাধারণ ছুটির মেয়াদ আগামী ৫ মে পর্যন্ত বাড়াতে পারে সরকার। তাহলে এ নিয়ে পাঁচ দফায় ছুটি বাড়বে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে এ বিষয়ে এখনও গেজেট হয়নি। আমরা গেজেট তৈরির কাজ করছি। সেখানে শর্তের কিছু পরিবর্তন আনা হচ্ছে। আজই ঘোষণা দেওয়া হবে।’
করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। এরপর চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়।
Comments