চট্টগ্রামে অসুস্থদের হাসপাতালে নিতে ফ্রি অ্যাম্বুলেন্স
করোনাভাইরাসের কারণে দেশে সাধারণ ছুটিতে সড়কে কমেছে গাড়ির সংখ্যা। হাতেগোনা কয়েকটি গাড়ির দেখা মিললেও করোনার ভয়ে অসুস্থ কাউকে গাড়িতে তুলতে অনাগ্রহী চালকরা। এ অবস্থায় অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দিতে চট্টগ্রাম নগরীতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন, চট্টগ্রাম শাখা।
গত ২০ এপ্রিল থেকে চট্টগ্রাম নগরীতে শুরু হয়েছে বিনা মূল্যে অ্যাম্বুলেন্স সেবা। নগরীর ৪১ টি ওয়ার্ডে এ সেবা দেওয়া হচ্ছে। সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন এ সার্ভিসের উদ্বোধন করেন।
অ্যাম্বুলেন্সের সেবাগ্রহণকারী নগরীর পাহাড়তলীর এক বাসিন্দা জানান, গত রোববার রাত ৩টার দিকে হঠাৎ নবজাতক শিশুর ডায়রিয়া দেখা দেয়ায় হতবিহ্বল হয়ে পড়ি। কোন উপায়ন্তর না দেখে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসে যোগাযোগ করি। তারা ১৫ মিনিটের মধ্যে উপস্থিত হলে তাদের অ্যাম্বুলেন্সে আমার সন্তানকে নগরীর আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই।
তিনি বলেন, করোনার সময় এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন, চট্টগ্রামের আঞ্চলিক সভাপতি আমিনুল হক বাবু
দ্য ডেইল স্টারকে বলেন, ‘করোনা মোকাবেলায় যেদিন থেকে শাটডাউন চলছে, তখন থেকে সংবাদমাধ্যমে অসুস্থ মানুষদের হাসপাতালে নিতে বিড়ম্বনার বিষয়টি চোখে পড়ে। নিজেও এ ধরনের কয়েকটা ঘটনার সাক্ষী হই। মানুষকে এ সংকট থেকে কীভাবে স্বস্তি দেওয়া যায়, সে ভাবনা থেকে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছি। দিন- রাত যে কোন সময় সেবা পাওয়া যাবে।’
সেবার জন্য এ নম্বরগুলোতে ফোন করার অনুরোধ জানিয়েছেন তিনি।
০১৬১৭ ৪৪ ৫৫ ৪৪, ০১৭১৮ ২১ ৮৪ ১৫, ০১৭১২ ৮২ ৩৭ ২১, ০১৫১৯ ৭০ ২০ ২০
Comments