ফরিদপুরের আরোগ্য সদন প্রাইভেট হাসপাতাল লকডাউন

ফরিদপুরের নিলটুলী মহল্লার আরোগ্য সদন প্রাইভেট হাসপাতাল লকডাউন করা হয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের সব কর্মচারীকে আগামী ৪ মে পর্যন্ত ছুটি দিয়ে সেটিকে লকডাউন ঘোষণা করা হয়।
গত রবিবার রাত সাড়ে নয়টার দিকে শহরের কমলাপুর মহল্লার একজন আওয়ামী লীগ নেতার স্ত্রী শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন। দুজন চিকিৎসক ওই নারীকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে রাতেই তাকে ঢাকায় প্রেরণ করেন।
হাসপাতালের পরিচালক আ স ম জাহাঙ্গীর চৌধুরী জানান, ওই আওয়ামী লীগ নেতার স্ত্রীর করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকালে এ খবর তারা জানতে পারেন।
এরপর ওই নারীর সংস্পর্শে আসা হাসপাতালের দুই চিকিৎসক, নার্স ও স্টাফসহ মোট ১১ জনকে হোম কোয়ারেন্টিন করা হয়।
আরোগ্য সদনের ব্যবস্থাপনা পরিচালক আওলাদ হোসেন বলেন, ‘হাসপাতালের চিকিৎসকসহ মোট ১১ জনকে হোম কোয়ারেন্টিন করার পরও করোনাভাইরাস মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিয়েছি বলে মানসিকভাবে সন্তুষ্ট হতে পারছিলাম না। এজন্য আজ থেকে পুরো হাসপাতালটিই আগামী ৪ মে পর্যন্ত লকডাউন করেছি।’
আগামী ৫ মে থেকে হাসপাতালের যাবতীয় কাজ যথারীতি শুরু হবে বলেও জানান তিনি।
Comments