চট্টগ্রামে ১০ মাসের শিশু করোনা আক্রান্ত
চট্টগ্রামে ১০ মাস বয়সী এক শিশুর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এটিই সবচেয়ে কম বয়সী কারো করোনা আক্রান্তের ঘটনা। এর আগে পটিয়া উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুর কোভিড ১৯ শনাক্ত হয়েছিল।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি দ্য ডেইলি স্টারকে জানান, ‘শিশুটির বাবা মধ্যপ্রাচ্যের একটি দেশে থাকে। তবে সম্প্রতি তিনি দেশে আসেননি বলে জানা গেছে। কী করে শিশুটি সংক্রমিত হলো বুঝতে পারছি না।’
আক্রান্ত শিশুটির বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে। গত শনিবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। শিশুটির শরীরে কোরোনা ভাইরাসের উপসর্গ দেখে সেখানকার চিকিৎসকেরা নমুনা করে টেস্টের জন্য চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল আন্ড ইনফেকশাস ডিজিজেস হাসপাতালে পাঠায়। মঙ্গলবার পরীক্ষার ফলে করোনা পজিটিভ আসে শিশুটির।
করোনা শনাক্তর পর শিশুটিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে বর্থি করা হয়েছে।
জেনারেল হাসপাতালের করোনা চিকিৎসার ফোকাল পারসন ডা. জামাল মোস্তফা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শিশুটির সঙ্গে তার মা আছে। আমরা তার নমুনাও সংগ্রহ করেছি করোনা টেস্টের জন্য। শিশুটির জ্বর ও শ্বাসকষ্ট আছে।’
শিশুটি কীভাবে সংক্রমিত হলো, তা জানার চেষ্টা করছি। সে কার কার সংস্পর্শে এসেছিল, সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে, বলেন তিনি।
শিশুটিসহ জেনারেল হাসপাতালে বর্তমানে ২৭ জন করোনা রোগী চিকিৎসাধীন আছে। চট্টগ্রামে মঙ্গলবার পর্যন্ত ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে পাঁচ জন মারা গেছেন এবং দুই জন সুস্থ হয়েছেন।
Comments