পরিসংখ্যান: ইউরোপিয়ান শিরোপা জয়ে শীর্ষে রিয়াল, দুইয়ে বার্সা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাকে ধরা হয় যে কোনো ক্লাবের চূড়ান্ত লক্ষ্য হিসেবে। যার মাহাত্ম্য ঘরোয়া লিগে সাফল্য অর্জনের অনেক ঊর্ধ্বে।
real madrid
ছবি: এএফপি

মহাদেশীয় প্রতিযোগিতাকে ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাকে ধরা হয় যে কোনো ক্লাবের চূড়ান্ত লক্ষ্য হিসেবে। যার মাহাত্ম্য ঘরোয়া লিগে সাফল্য অর্জনের অনেক ঊর্ধ্বে।

ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতাগুলো মিলিয়ে সর্বোচ্চ ১৯টি শিরোপা জিতেছে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ। ১৭টি শিরোপা নিয়ে তাদের ঠিক পেছনেই আছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

বর্তমানে মোট তিনটি ক্লাব প্রতিযোগিতা চালু রয়েছে। এগুলো হলো- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপা লিগ ও উয়েফা সুপার কাপ। অতীতে আরও কিছু ক্লাব প্রতিযোগিতা চালু ছিল।

১৯৫৫ সালে ইউরোপিয়ান কাপের মধ্য দিয়ে শুরু হয়েছিল মহাদেশটির ক্লাব প্রতিযোগিতা। পরবর্তীতে ১৯৯২ সালে এর নাম বদলে করা হয় চ্যাম্পিয়ন্স লিগ। এটি ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর।

১৯৫৫ সালেই অভিষেক হয়েছিল ইন্টার সিটি ফেয়ার্স কাপের। কিন্তু তা উয়েফার অধীনে ছিল না। ১৯৭১ সালে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি ফেয়ার্স কাপের নিয়ন্ত্রণ নিয়ে উয়েফা কাপ নামকরণ করে। যা ২০০৯ সাল থেকে ইউরোপা লিগ নামে পরিচিত। ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতা এটি।

১৯৬০ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত হয় উয়েফা কাপ উইনার্স কাপ। চালু থাকা অবস্থায় একে দ্বিতীয় সেরা ক্লাব আসর হিসেবে বিবেচনা করা হতো। ১৯৯৯ সালেই প্রতিযোগিতাটিকে উয়েফা কাপের সঙ্গে একীভূত করা হয়।

উয়েফা সুপার কাপ আয়োজিত হয়ে আসছে ১৯৭৩ সাল থেকে। বর্তমানে এই প্রতিযোগিতায় বিগত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জেতা দল মুখোমুখি হয় ইউরোপা লিগ জেতা দলের।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এখন অবশ্য ইউরোপের সকল মহাদেশীয় ক্লাব আসরই বন্ধ হয়ে আছে। আবার কবে খেলা মাঠে ফিরবে তারও কোনো নিশ্চয়তা নেই।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট এই অচলাবস্থায় ফুটবলপ্রেমীদের নিয়ে ডুব দেওয়া যেতে পারে পরিসংখ্যানের সাগরে। গেল ৬৫ বছরে ইউরোপের বিভিন্ন ক্লাব আসর মিলিয়ে সবচেয়ে বেশি সফলতা পাওয়া ১৫টি দলকে এক নজরে দেখে নেওয়া যাক।

barcelona
ছবি: এএফপি

তালিকা:

১.

রিয়াল মাদ্রিদ, স্পেন: ১৯

(ইউরোপিয়ান কাপ/উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: ১৩, উয়েফা কাপ: ২, উয়েফা সুপার কাপ: ৪)

২.

বার্সেলোনা, স্পেন: ১৭

(ইউরোপিয়ান কাপ/উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: ৫, উয়েফা কাপ উইনার্স কাপ: ৪, উয়েফা সুপার কাপ: ৫, ইন্টার সিটিস ফেয়ার্স কাপ: ৩)

৩.

এসি মিলান, ইতালি: ১৪

(ইউরোপিয়ান কাপ/উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: ৭, উয়েফা কাপ উইনার্স কাপ: ২, উয়েফা সুপার কাপ: ৫)

৪.

লিভারপুল, ইংল্যান্ড: ১৩

(ইউরোপিয়ান কাপ/উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: ৬, উয়েফা কাপ: ৩, উয়েফা সুপার কাপ: ৪)

৫.

বায়ার্ন মিউনিখ, জার্মানি: ৮

(ইউরোপিয়ান কাপ/উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: ৫, উয়েফা কাপ: ১, উয়েফা কাপ উইনার্স কাপ: ১, উয়েফা সুপার কাপ: ১)

আয়াক্স আমস্টারডাম, নেদারল্যান্ডস: ৮

(ইউরোপিয়ান কাপ/উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: ৪, উয়েফা কাপ: ১, উয়েফা কাপ উইনার্স কাপ: ১, উয়েফা সুপার কাপ: ২)

জুভেন্টাস, ইতালি: ৮

(ইউরোপিয়ান কাপ/উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: ২, উয়েফা কাপ: ৩, উয়েফা কাপ উইনার্স কাপ: ১, উয়েফা সুপার কাপ: ২)

৮.

অ্যাতলেতিকো মাদ্রিদ, স্পেন: ৭

(উয়েফা ইউরোপা লিগ: ৩, উয়েফা কাপ উইনার্স কাপ: ১, উয়েফা সুপার কাপ: ৩)

৯.

ইন্টার মিলান, ইতালি: ৬

(ইউরোপিয়ান কাপ/উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: ৩, উয়েফা কাপ: ৩)

ম্যানচেস্টার ইউনাইটেড, ইংল্যান্ড: ৬

(ইউরোপিয়ান কাপ/উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: ৩, উয়েফা ইউরোপা লিগ: ১, উয়েফা কাপ উইনার্স কাপ: ১, উয়েফা সুপার কাপ: ১)

চেলসি, ইংল্যান্ড: ৬

(ইউরোপিয়ান কাপ/উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: ১, উয়েফা ইউরোপা লিগ: ২, উয়েফা কাপ উইনার্স কাপ: ২, উয়েফা সুপার কাপ: ১)

সেভিয়া, স্পেন: ৬

(উয়েফা কাপ/উয়েফা ইউরোপা লিগ: ৫, উয়েফা সুপার কাপ: ১)

ভ্যালেন্সিয়া, স্পেন: ৬

(উয়েফা কাপ: ১, উয়েফা কাপ উইনার্স কাপ: ১, উয়েফা সুপার কাপ: ২, ইন্টার সিটিস ফেয়ার্স কাপ: ২)

১৪.

পোর্তো, পর্তুগাল: ৫

(ইউরোপিয়ান কাপ/উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: ২, উয়েফা কাপ/উয়েফা ইউরোপা লিগ: ২, উয়েফা সুপার কাপ: ১)

অ্যান্ডারলেখট, বেলজিয়াম: ৫

(উয়েফা কাপ: ১, উয়েফা কাপ উইনার্স কাপ: ২, উয়েফা সুপার কাপ: ২)।

Comments

The Daily Star  | English

Food inflation above 10% for half a year, why?

Experts say raising policy rate would have little impact on lowering food prices

3h ago