করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহে দুজনের মৃত্যু

করোনা উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট নিয়ে আজ বুধবার ময়মনসিংহে দুজন মারা গেছেন।

করোনা উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট নিয়ে আজ বুধবার ময়মনসিংহে দুজন মারা গেছেন।

দ্য ডেইলি স্টারের ময়মনসিংহ সংবাদদাতা জানিয়েছেন, আইসোলেশনে থাকা এক কিশোরসহ করোনা উপসর্গ নিয়ে দুজন মারা যান। 

জেলা সিভিল সার্জন ডা. এ বি এম মশিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, মারা যাওয়া একজন ফুলবাড়িয়া উপজেলার ১৭ বছরের কিশোর ও অপরজন গাজীপুরের মাওনার ৩০ বছর বয়সী যুবক।  

সিভিল সার্জন আরো জানান, ওই কিশোর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল তাকে আইসোলেশনে পাঠানো হয় এবং আজ সকালে মারা যায়।  

তিনি জানান, মারা যাওয়া যুবক জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সকাল ১১টার দিকে তাকে গাজীপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তখনই তাকে আইসোলেশনে নেওয়া হলেও, দুপুর ২টার দিকে তিনি মারা যান।

করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

দ্য ডেইলি স্টারের ফরিদপুর সংবাদদাতা জানিয়েছেন, সর্দি, ঠাণ্ডা ও শ্বাসকষ্ট নিয়ে  রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা গেছেন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তি নারায়ণগঞ্জ থাকতেন। তিনি সর্দি, ঠাণ্ডা ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলে, তার মরদেহ রাজবাড়ী নিয়ে আসা হয়।



তিনি আরো জানান, রাজবাড়ী সদর হাসপাতাল থেকে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। 

 

Comments