করোনাভাইরাস

বিশ্বব্যাপী মৃত্যু ১ লাখ ৮৩ হাজার, যুক্তরাষ্ট্রে ৪৬ হাজারের বেশি

করোনার প্রভাবে জনশূন্য যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি রেস্তোরাঁর প্রাঙ্গণ। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ১ লাখ ৮৩ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২৬ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন সাত লাখেরও বেশি মানুষ।

আজ বৃহস্পতিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ২৮ হাজার ৫২৭ জন এবং মারা গেছেন ১ লাখ ৮৩ হাজার ৪২৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৭ লাখ ১৩ হাজার ৫৩৭ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪১ হাজার ৫৫৬ জন এবং মারা গেছেন ৪৬ হাজার ৭৬৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৭৬ হাজার ৬০১ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে ইউরোপের দেশ স্পেনে। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮ হাজার ৫৫৬ জন এবং মারা গেছেন ২১ হাজার ৭১৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৯১৫ জন।

যুক্তরাষ্ট্রে পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইউরোপের আরেক দেশ ইতালিতে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৫ হাজার ৮৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৩২৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৫৪৩ জন।

এ ছাড়া, ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ১৩৫ জন, মারা গেছেন ২১ হাজার ৩৭৩ জন এবং সুস্থ হয়েছেন ৪১ হাজার ৩৩১ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৬৪৮ জন, মারা গেছেন ৫ হাজার ৩১৫ জন এবং সুস্থ হয়েছেন ৯৯ হাজার ৪০০ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬৩৮ জন, মারা গেছেন ১৮ হাজার ১৫১ জন এবং সুস্থ হয়েছেন ৬৮৩ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮৭৬ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৬ জন এবং সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৯১১ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৩ হাজার ৭৭২ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১২০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৯২ জন।

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

9h ago