কুষ্টিয়া-চুয়াডাঙ্গায় চিকিৎসকসহ নতুন ৮ করোনা রোগী শনাক্ত

কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় একজন চিকিৎসকসহ নতুন আরও আট জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কুষ্টিয়ায় দুজন এবং চুয়াডাঙ্গায় ছয় জন।

কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় একজন চিকিৎসকসহ নতুন আরও আট জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কুষ্টিয়ায় দুজন এবং চুয়াডাঙ্গায় ছয় জন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, জেলার ভেড়ামারা উপজেলার হেলথ কমপ্লেক্সের চিকিৎসক রাকিব ইমরান ও কুমারখালী উপজেলার সদকী গ্রামের ৫০ বছর বয়সী এক ব্যক্তির করোনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে।

এ দিয়ে জেলায় মোট চার জন করোনা আক্রান্ত হলেন।

এর আগে, ঢাকা পুলিশের বিশেষ শাখায় কর্মরত এক এএসআইয়ের ঢাকাতে গত ২১ এপ্রিল করোনা শনাক্ত হওয়ার পর তিনি নিজের মোটরসাইকেলে কুষ্টিয়ার খোকাসাতে তার নিজ বাড়িতে চলে আসেন।

এছাড়াও, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেছেন, ‘করোনাক্রান্তদের মধ্যে রয়েছেন সদর হাসপাতালের একজন কর্মচারী, আলমডাঙ্গা উপজেলার চার জন ও সদর উপজেলার একজন।

তিনি আরও বলেন, ‘জেলার চার উপজেলা থেকে মোট ১৫৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর, খুলনা এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। তাদের মধ্যে ছয় জনের করোনা শনাক্ত হয়েছে এবং বাকিদের হননি।’

Comments

The Daily Star  | English

USAID to provide $202 million in grant to Bangladesh

The United States Agency for International Development (USAID) will provide $202.25 million in aid to Bangladesh as part of the Development Objective Grant Agreement

19m ago