জামাই বেড়াতে আসায় শ্বশুর বাড়ি লকডাউন
মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া গ্রামে জামাই বেড়াতে আসায় শ্বশুর বাড়িকে লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
গতকাল বুধবার সন্ধ্যায় কাফাটিয়া গ্রামে শ্বশুর মোতাহার হোসেন খানের বাড়িকে লকডাউন করা হয়।
এলাকাবাসীর কাছে সংবাদ পেয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলী রাজীব মাহমুদ মিঠুন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল মোল্লাসহ সংশ্লিষ্টরা সেই বাড়িতে যান। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর ওই বাড়িটিকে লকডাউন করা হয়।
আলী রাজীব মাহমুদ মিঠুন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মানিকগঞ্জ জেলাকে ১৯ এপ্রিল লকডাউন ঘোষণা করা হয়। জামাতা রিপন মিয়া এই লকডাউনের শর্ত ভঙ্গ করে তার নিজ বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রাম থেকে ১৮ এপ্রিল তার শ্বশুর বাড়ি কাফাটয়িা গ্রামে আসেন।’
‘এ কারণে, গতকাল বুধবার থেকে তার শ্বশুর মোতাহার খানের বাড়ি লকডাউন করা হয়েছে,’ যোগ করেন তিনি।
বাড়ির সব সদস্যকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার র্নিদেশ দেওয়া হয়েছে এবং নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
Comments