শিপিং এজেন্টদের কার্যক্রম চালুর আহ্বান
সদস্যভুক্ত সব শিপিং এজেন্টদের স্বাভাবিক কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন।
গতকাল বুধবার সকালে জাতীয় রাজস্ব বোর্ড এক অফিস আদেশের মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখার লক্ষ্যে দেশের কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশনগুলোতে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আহসানুল হক চৌধুরীর সই করা এক চিঠিতে আজ বৃহস্পতিবার থেকে সব সদস্য এজেন্টকে প্রয়োজনীয় লোকবলের সংস্থান করে বন্দর ব্যবহারকারীদের স্বাভাবিক নিয়মে অধিক সময় ধরে ডেলিভারি অর্ডার ইস্যু করার কার্যক্রম চালুর অনুরোধ করা হয়।
আহসানুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অ্যাসোসিয়েশনের প্রায় সাড়ে ৪ শর বেশি সদস্যকে চিঠির মাধ্যমে এই অনুরোধ জানানো হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত করেই এই কার্যক্রম চালুর আহ্বান জানানো হয়েছে।’
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণার পর রাজস্ব বোর্ড ছুটিকালীন কেবল সুনির্দিষ্ট কিছু আমদানি পণ্য ছাড়ের জন্য ন্যূনতম জনবল দিয়ে শুল্কায়ন ও খালাস কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেয়। এই নির্দেশনার কারণে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্য খালাস ব্যাপকভাবে বিঘ্নিত হয়। দেখা দেয় তীব্র কনটেইনার জট। উদ্ভুত পরিস্থিতিতে বন্দর ব্যবহারকারীদের দাবির পরিপ্রেক্ষিতে কাস্টমস কার্যক্রম আবার স্বাভাবিক নিয়মে চালুর সিদ্ধান্ত নেয় রাজস্ব বোর্ড।
Comments