পুলিশের ২১৮ সদস্য করোনা আক্রান্ত কোয়ারেন্টিনে ৬৫২

বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ মোট ২১৮ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং কোয়ারেন্টিনে আছেন আরও ৬৫২ জন।
Police
প্রতীকী ছবি (সংগৃহীত)

বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ মোট ২১৮ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং কোয়ারেন্টিনে আছেন আরও ৬৫২ জন।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা এ তথ্য জানান।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ব্যক্তিগতভাবে আক্রান্তদের খোঁজ-খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিচ্ছেন জানিয়ে বার্তায় বলা হয়, ‘২৩ এপ্রিল সকাল পর্যন্ত সারা দেশে কনস্টেবল হতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ মোট ২১৮ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোয়ারেন্টিনে রয়েছেন ৬৫২ জন। আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। তাদের সুস্থ করে তুলতে পুলিশ হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘বিশ্বজুড়েই সুরক্ষা সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশও এই বাস্তবতা থেকে দূরে নয়। আমাদের দুই লক্ষাধিক সদস্যের একটি বড় অংশ সরাসরি মাঠে থেকে করোনার বিস্তাররোধে কাজ করছেন। তাদের যথাসম্ভব সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে। এখনো অনেক চাহিদা রয়েছে। চাহিদা পূরণে কাজ করছি আমরা। অবশ্য আমাদের দেশপ্রেমিক সদস্যরা নিজেদের পূর্ণাঙ্গ সুরক্ষার জন্য কখনই অপেক্ষা করে বসে থাকেননি। বসে থাকছেন না। সাধারণ মানুষের সুরক্ষার জন্য তারা সম্ভবপর সব কিছু করছেন।’

পুলিশের এই কাজ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের কাছে অনুকরণীয় হয়ে উঠেছে উল্লেখ করে বার্তায় আরও বলা হয়, ‘পুলিশের এই ত্যাগে অনুপ্রাণিত হয়ে অনেকেই এগিয়ে আসছেন মানুষের সেবায়। পুলিশ তাদেরও সহায়তা করছে মানবিক কাজে। এসব কাজ করতে গিয়ে পুলিশ সদস্যদের সাধারণ মানুষের সুরক্ষার জন্য জীবনের ঝুঁকি নিতে হয়েছে এবং হচ্ছে।’

Comments

The Daily Star  | English

Fashion brands face criticism for failure to protect labour rights in Bangladesh

Fashion brands, including H&M and Zara, are facing criticism over their lack of action to protect workers' basic rights in Bangladesh, according to Clean Clothes Campaign (CCC)..One year after a violent crackdown by state actors and employers against Bangladeshi garment workers protesting

Now