পরিবারের শর্তে করোনা শনাক্ত ২ রোগীর নমুনা আবারও ল্যাবে

যশোরের চৌগাছায় করোনা শনাক্ত হওয়া এক নারী ও কিশোরের নমুনা আবারও পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছে।
দুই পরিবারের শর্তের মুখে আজ বৃহস্পতিবার নমুনা আবারও ল্যাবে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন নমুনা গ্রহণ করতে যাওয়া মেডিকেল কর্মকর্তা ডা. উত্তম কুমার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নাহিদ সিরাজ।
তারা জানান, আজ পরিবারের সদস্যদের নমুনা নিতে গেলে কিশোর স্কুলছাত্রের মা চ্যালেঞ্জ করেন তার ছেলে করোনা আক্রান্ত নন। একপর্যায়ে তিনি শর্ত দেন ছেলের নমুনা আবার পরীক্ষার জন্য পাঠানো হলে তিনি পরিবারের অন্যদের নমুনা দেবেন। পরে মেডিকেল টিমের সদস্যরা তাদের সবার নমুনা সংগ্রহ করেন।
অন্যদিকে করোনা আক্রান্ত নারীর গ্রামের বাড়িতে মেডিকেল টিমের সদস্যরা গেলে সেখানেও প্রায় একই ধরনের বাধা আসে। তিনি দাবি করেন, ‘আমার তো কোন উপসর্গ নেই।’
পরে সেখান থেকেও আক্রান্ত শনাক্ত নারীসহ পরিবারের তিন জনের নমুনা সংগ্রহ করা হয়।
ডা. নাহিদ সিরাজ নমুনা পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, রোগী ও পরিবারের সন্দেহের কারণেই পরিবারের অন্যদের সঙ্গে শনাক্ত দুজনের নমুনা আবারো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
Comments