পঞ্চগড়ে জ্বর-গলাব্যাথা নিয়ে মারা যাওয়া কিশোর করোনা আক্রান্ত ছিল না
পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে গত রোববার জ্বর ও গলাব্যাথা নিয়ে মারা যাওয়া ১৬ বছর বয়সী কিশোর করোনা আক্রান্ত ছিল না বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
আজ বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের সিভিল সার্জন মো. ফজলুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে জানান, ওই কিশোরের করোনা পরীক্ষার ফল নেগেটিভ পাওয়া গেছে।
এর আগে গত রোববার রাতে ওই কিশোরের জ্বর ও গলাব্যথা বেড়ে গিয়ে শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করার ঘণ্টাখানেক পরে সে মারা যায়। পরদিন সোমবার সকালে মৃত কিশোরের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় জেলা স্বাস্থ্য বিভাগ।
মৃত কিশোরের এক ভাই গত তিন মাস আগে মালদ্বীপ থেকে বাড়ি ফিরেছেন এবং অপর এক ভাই ট্রাক চালান। ট্রাকচালক ভাই গত ৬ এপ্রিল সিরাজগঞ্জ থেকে বাড়ি ফেরেন। প্রশাসনের নির্দেশে তারা দুজনই হোম কোয়ারেন্টিনে ছিলেন। এরমধ্যেই ওই কিশোরের করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে সন্দেহ দেখা দিলে তার নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। গতকাল বুধবার রাতে তার করোনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়।
Comments