আমদানি পণ্যের কন্টেইনার বেসরকারি আইসিডিতে স্থানান্তরের অনুমোদন
চট্টগ্রাম বন্দরে জট নিরসনে সব ধরনের আমদানি পণ্য ভর্তি কন্টেইনার ১৯টি বেসরকারি আইসিডি-তে স্থানান্তরের অনুমোদন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বন্দরে সৃষ্ট কন্টেইনার জট নিরসনে নৌ মন্ত্রণালয়ের সুপারিশে এই সিদ্ধান্ত আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
রাজস্ব বোর্ড জানিয়েছে, চট্টগ্রাম বন্দরে আসা সব ধরনের আমদানি পণ্য ভর্তি কন্টেইনার শর্ত সাপেক্ষে সীমিত সময়ের জন্য চট্টগ্রামের ১৯টি বেসরকারি আইসিডি (অফডক)-তে সংরক্ষণ ও আনস্টাফিং এবং অফডকগুলো থেকেই খালাস করা যাবে।
এর আগে, আজ সকালে চট্টগ্রাম বন্দর ভবনে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বন্দর কর্মকর্তাদের সঙ্গে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে নৌ মন্ত্রণালয়ের সচিব মো. মেজবাহ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, চট্টগ্রাম বন্দরে আগত সব ধরনের আমদানি পণ্য ভর্তি কন্টেইনার চট্টগ্রামের ১৯টি বেসরকারি আইসিডি তে স্থানান্তর, সংরক্ষণ,আনস্টাফিং এবং সেখান থেকে খালাসের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজস্ব বোর্ড ঢাকায় মন্ত্রীপরিষদ সচিবের সভাপতিত্বে আলোচনায় বসেছে।
নৌ সচিব জানান, এই সিদ্ধান্তের ফলে বন্দর থেকে প্রায় ১৮ হাজার টিইউএস আমদানি পণ্যের কন্টেইনার বেসরকারি অফডকে সরিয়ে নেওয়া সম্ভব হবে।
Comments