বুড়িমারী সীমান্তে বিএসএফ’র রাবার বুলেটে বিজিবি সদস্যসহ আহত ৩

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ছোঁড়া রাবার বুলেটে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর এক সদস্যসহ তিন জন আহত হয়েছেন।
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ছোঁড়া রাবার বুলেটে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর এক সদস্যসহ তিন জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বুড়িমারী বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ওমর ফারুক।  

আহতরা হলেন, বিজিবি সদস্য খোকন ইসলাম এবং স্থানীয় আলিফ ইসলাম ও ফিরোজা বেওয়া।

ওমর ফারুক জানান, বিকেল সাড়ে ৫টার দিকে কোনও কারণ ছাড়াই ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা বিএসএফ ক্যাম্পের সদস্যরা জিরো পয়েন্টে এসে বাংলাদেশের উদ্দেশ্যে রাবার বলেট ছুঁড়তে থাকে। সীমান্তের জিরো পয়েন্টে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গেল দুদিন ধরে অবস্থান করছেন। সে ভারতীয় নাকি বাংলাদেশি সেটি নিশ্চিত হওয়া যায়নি।’

বিএসএফ ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কেন্দ্র করে সন্দেহবশত রাবার বুলেট নিক্ষেপ করতে পারে বলে জানান তিনি।

মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এখনো সীমান্তের জিরো লাইনে অবস্থান করছেন বলেও জানান ওমর ফারুক।

এ ঘটনায় সীমান্তের জিরো পয়েন্টের ৮৪২ ও ৮৪৩ নাম্বার মেইন পিলারের কাছে বিজিবি ও বিএসএফ অবস্থান নিয়েছে।

সীমান্তের কাছ থেকে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে বিজিবি এবং একই ভাবে বিএসএফও তাদের পাশে সীমান্ত থেকে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে।

 

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

10h ago