কুমিল্লায় ধান কাটা শ্রমিক সংকট

শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না কৃষকেরা। কুমিল্লার বুড়িচংয়ের পয়াতের জলা থেকে তোলা। ছবি: খালিদ বিন নজরুল

ধান কাটা মৌসুম শুরু হলেও কুমিল্লায় শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না অনেক প্রান্তিক কৃষক।

বুড়িচং উপজেলার কংশনগর ও ভরাসার বাজার এবং লালমাই উপজেলার বিজয়পুর ঘুরে কৃষি শ্রমিকের সংকট দেখা গেছে।

বুড়িচংয়ের পয়াতের জলার কৃষক দেলোয়ার হোসেন (৫০) তার স্কুলপড়ুয়া দুই ছেলেকে নিয়ে ধান কাটছেন। তিনি জানান, শ্রমিক সংকট আর উচ্চ পারিশ্রমিকের কারণে ছেলেদের নিয়ে ধান কাটতে বাধ্য হচ্ছেন তিনি।  

ইছাপুরা গ্রামের ৬৫ বছরের কৃষক আব্দুস সালাম জানান, ধান কাটায় দেরি হওয়ায় লোকসানে পড়তে হচ্ছে। শ্রমিকের পারিশ্রমিক স্বাভাবিক হতে হলে ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাও ও সিলেট অঞ্চল থেকে শ্রমিক আসতে হবে।

করোনা সংকটের সময়ে কৃষি শ্রমিকদের কাজ করতে আসার সুব্যবস্থা করে দেওয়ার দাবি তাদের।

Comments

The Daily Star  | English

Election possible a week before Ramadan next year: Yunus tells Tarique

He said it will be possible if preparations completed, sufficient progress made in reforms and judicial matters

28m ago