জ্বর-শ্বাসকষ্টে গোয়ালন্দ যৌন পল্লিতে নারীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ যৌন পল্লিতে পঞ্চান্ন বছরের এক নারী করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি।
তিনি গত কয়েকদিন ধরে তিনি জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ দুপুরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর পরই মৃত্যু হয় তার।
করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ জানান, ওই নারী দৌলতদিয়া যৌন পল্লিতে গত কয়েকদিন ধরে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে যৌন পল্লিতে গিয়ে তার করোনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়। দুপুরে ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তিনি মারা যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হাসান শিপলু দ্য ডেইলি স্টারকে জানান, যৌন পল্লিটি আগে থেকেই লক ডাউন করা হয়েছে। ওই নারীর সংস্পর্শে যারা এসেছেন তাদের চিহ্নিত করে বিচ্ছিন্ন করা হয়েছে। প্রটোকল মেনে যৌন পল্লির কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
Comments