সাতক্ষীরায় থামানো যাচ্ছে না মানুষের চলাচল
মানুষকে সচেতন করতে নানা উদ্যোগ নেওয়া হলেও সাতক্ষীরায় প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সেইসঙ্গে সামাজিক দূরত্বের নির্দেশনাও মানছেন না অনেকেই।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট সংলগ্ন কামাল নগর এলাকা ছিল লোকে লোকারণ্য। অনেকেই গিয়েছেন চিংড়ি পোনা কিনতে। তাদের অধিকাংশের মুখে ছিল না মাস্ক, ছিল না সামাজিক দূরত্বও।
গতকাল শ্যামনগর উপজেলা সোনারমোড় চিংড়ি বাজারে গিয়েও দেখা গেছে একই অবস্থা।
সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা এলাকার চিংড়ি পোনা কিনতে আসা একজন বলেন, ‘চিংড়ি ঘেরে পোনা দেওয়ার ভরা মৌসুম চলছে। এখন পোনা ছাড়তে না পারলে কয়েক লাখ টাকা লোকসানে পড়তে হবে।’
সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি ফাহিমুল হক জানান, মানুষ সামাজিক দূরত্ব না মেনে বাজারে বেচা কেনা করছে। রাস্তাতেও অপ্রয়োজনে ঘোরাঘুরি করছে অনেকে। এসব বন্ধ না করা হলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল জানিয়েছেন, মানুষকে সচেতন করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তারপরও অনেক মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে।
তিনি জানান, জেলা শহরসহ অন্যান্য উপজেলার অধিকাংশ কাঁচাবাজার প্রশস্ত খোলা স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া জেলায় ৭৮ ইউনিয়নে ও দুইটি পৌরসভায় তিন শতাধিক ভ্রাম্যমাণ বাজার চালু করা হয়েছে, যেন মানুষ বাড়িতে বসে নিত্যপণ্য কিনতে পারে।
এছাড়া সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনীর টহলও অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
Comments