মহেশখালীতে একদিনে ৫ জনের করোনা শনাক্ত
কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীতে আজ শুক্রবার পাঁচ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়। সেগুলো আজ সকালে পাঠানো হয় কক্সবাজার সরকারি মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআরের ফিল্ড ল্যাবে। পরীক্ষার পর এই পাঁচজনের রিপোর্ট পজিটিভ, না নেগেটিভ সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে ল্যাবে দায়িত্বরত চিকিৎসক ও সংশ্লিষ্টরা তাদের পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র ঢাকার আইইডিসিআরে প্রেরণ করেন। সেখানে সবকিছু যাচাই করে পাঁচজনই করোনায় আক্রান্ত বলে চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়।’
করোনায় আক্রান্ত এই পাঁচ জনের মধ্যে একজন নারী রয়েছেন। সকলের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তারা এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকা থেকে বাড়িতে ফিরে এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করেন। চার জনের বাড়ি উপজেলার কালারমারছড়া ও একজনের বাড়ি হোয়ানক ইউনিয়নে।
Comments