প্রতিদিন প্রায় ৩০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হচ্ছেন: বিডিএফ

Coronavirus-2.jpg

গত এক সপ্তাহে দেশে গড়ে প্রতিদিন প্রায় ৩০ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।

বিডিএফ’র প্রধান প্রশাসক নিরুপম দাস দ্য ডেইলি স্টারকে জানান, আজ শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সরকারি, বেসরকারি ও বিশেষায়িত হাসপাতালের প্রায় ৩২৪ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ১৮ এপ্রিল পর্যন্ত করোনায় আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ছিল মাত্র ১০০ জন।

বিডিএফ’র মতে, ‘নিম্নমানের’ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ, কমিউনিটি ট্রান্সমিশন এবং রোগীদের তথ্য গোপন করার কারণে বাংলাদেশে চিকিৎসক ও স্বাস্থকর্মীদের মধ্যে উচ্চ হারে করোনার সংক্রমণ ঘটছে।

চিকিৎসকরা জানান, কোনো কোনো ক্ষেত্রে সহকর্মীদের মধ্যে করোনার উপসর্গ দেখা দেওয়ার পরও চিকিৎসকদের আইসোলেশনে নেওয়া ও কোয়ারেন্টিন করা হচ্ছে না।

বিডিএফ’র তালিকা অনুসারে আক্রান্ত চিকিৎসকদের বেশিরভাগই ঢাকার বিভিন্ন হাসপাতালে দায়িত্বরত ছিলেন।

Comments

The Daily Star  | English

Decision on AL political activities ban after official gazette received: CEC

The CEC made the remarks following a meeting with a delegation from the US-based organisation Carter Center

48m ago