কুর্মিটোলা হাসপাতালের একজন চিকিৎসক করোনায় আক্রান্ত
করোনা রোগীদের জন্য ডেডিকেটেড কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কর্মরত একজন চিকিৎসকের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এই হাসপাতালে সেবাদানকারী চিকিৎসকদের মধ্যে তিনিই প্রথম করোনা পজিটিভ বলে শনাক্ত হলেন।
বাংলাদেশ চিকিৎসক ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান প্রশাসক নিরুপম দাস বলেন, ‘এই চিকিৎসকের কয়েকদিন আগে করোনা উপসর্গ দেখা যায়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় এবং গতকাল শুক্রবার পাওয়া পরীক্ষার ফল থেকে নিশ্চিত হয়েছেন যে তিনি কোভিড-১৯ পজিটিভ।’
আক্রান্ত চিকিৎসককে তার বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
যোগাযোগ করা হলে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনিই করোনাভাইরাসে আক্রান্ত এই হাসপাতালের প্রথম চিকিৎসক।
বিডিএফের তথ্য অনুযায়ী, সারা দেশে এখন পর্যন্ত কমপক্ষে ৩২৪ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
Comments