গোপালগঞ্জে এক চিকিৎসক ও এক নার্স করোনা আক্রান্ত
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার পর গোপালগঞ্জের এক চিকিৎসক এবং এক নার্স করোনা আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে।
গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা গতকাল শুক্রবার ৫৫ জনের নমুনা সংগ্রহ করেছি পরীক্ষার জন্য। যার মধ্যে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২৭ বছর বয়সী এক চিকিৎসক এবং কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে।’
জেলার মোট সংক্রমিত ৩৯ জনের মধ্যে মুকসুদপুর থানার সাত জন পুলিশসহ নয় জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে এখন চিকিৎসাধীন আছেন ৩০ জন। নতুন সংক্রমিত চিকিৎসক ও নার্সকে আইসোলেশনে রাখা হয়েছিল বলে জানিয়েছেন সিভিল সার্জন।
৩৯ জনের মধ্যে মুকসুদপুর উপজেলার ১৮ জন, সদর উপজেলার সাত জন, টুঙ্গিপাড়া উপজেলার সাত জন, কাশিয়ানী উপজেলার পাঁচ জন এবং কোটালিপাড়া উপজেলার দুজন রয়েছেন।
Comments