নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু, আহত ৩
নেত্রকোণার মদন উপজেলার গাড্ডি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও তিন জন।
গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- কিশোরগঞ্জের তারাইল উপজেলার পাইকপাড়া গ্রামের আমিন মিয়ার ছেলে রোমান মিয়া (৯) এবং নেত্রকোণার মদন উপজেলার দেওসহিলা গ্রামের লায়ন মিয়ার ছেলে সৌরভ মিয়া (৮)।
স্থানীয়দের বরাত দিয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক জানান, রোমান সম্প্রতি তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল। গতকাল শুক্রবার সকালে সে সৌরভের সঙ্গে খাবার নিয়ে যায় তোলার হাওরে। সেখানে তার পরিবারের সদস্যরা বোরো ধান কাটতে ব্যস্ত ছিল।
তিনি আরও জানান, দুপুর ২টার দিকে ধান বোঝাই লড়িতে চরে শিশুরা বাড়ি ফিরছিল। পথিমধ্যে মদনের গাড্ডি এলাকায় লরিটি উল্টে গেলে ওই দুই শিশুসহ পাঁচ জন আহত হয়। আহতদের দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ লরিটি আটক করলেও চালক রিপন মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
Comments