রংপুরে ট্রাকচাপায় নিহত ২
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ট্রাকচাপায় দুই জন নিহত হয়েছেন। এ ছাড়া, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও চার জনকে।
গতকাল শুক্রবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার জায়গীর বাসস্ট্যান্ড সংলগ্ন জ্ঞান বিকাশ শিশু নিকেতন স্কুলের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই জন হলেন— ওই উপজেলার জায়গীর বাসস্ট্যান্ড সংলগ্ন নিশ্চিন্তপুর গ্রামের আবদুল মালেকের ছেলে দুলাল মিয়া (২৮) ও একই এলাকার আবু বক্করের ছেলে রোকন (২৩)।
আহত হয়েছেন— দুর্গাপুর গ্রামের আব্দুর রৌফের ছেলে রুবেল (২৫) ও শহিদুল ইসলামের ছেলে সোহান (১৯), নিশ্চিন্তপুর গ্রামের টুটুল মিয়ার ছেলে মামুন (২২) এবং বাবু। আশঙ্কাজনক অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জায়গীর মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, প্রতি বছরের মতো এবারও স্থানীয় কিছু যুবক রমজান উপলক্ষে সেহরিতে মানুষকে জাগানোর জন্য উদ্যোগ নেয়। এ লক্ষে গতকাল দিনগত রাত ১২টার দিকে জায়গীর বাসস্ট্যান্ড বাজার থেকে মাইক নিয়ে ভ্যানে করে বাড়ির দিকে যাচ্ছিলেন তারা। বাড়িতে গিয়ে রাতের খাওয়া সেরে দেড়টা বা দুইটার দিকে বেরিয়ে পড়ার কথা ছিল তাদের। কিন্তু, যাওয়ার সময় বাসস্ট্যান্ড সংলগ্ন জ্ঞান বিকাশ শিশু নিকেতন স্কুলের সামনে রংপুর-ঢাকা মহাসড়ক পারাপার হতে গিয়ে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার উপপরিদর্শক (এসআই) বিষ্ণুপদ রায়। তিনি বলেন, ‘রংপুর থেকে ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন।’
Comments