বরিশাল করোনা ইউনিটে ভেন্টিলেটরসহ ১৮ আইসিইউ সংযোজন
বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ১৮টি ভেন্টিলেশন সুবিধাসহ আইসিইউ বেড সংযোজন করা হয়েছে।
গতকাল শুক্রবার এগুলো স্থাপন করা হয়।
আইসোলেশন ইউনিটটিতে প্রতি শিফটে মাত্র একজন ডাক্তার ও একজন নার্স দায়িত্বরত থাকেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, চার জন ডাক্তার ও ৩০ জন নার্সের একটি প্যানেল থাকলেও সংক্রমণের আশংকার কারণে অল্প সংখ্যক ডাক্তার ও নার্স ডিউটি করবে।
এখন পর্যন্ত হাসপাতালটিতে ৩৪ জন করোনা রোগী ও সন্দেহভাজন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে চার জন ইন্টার্ন ডাক্তার। সংক্রমণের কারণে মেডিসিন ইউনিট ও ইন্টার্ন ডক্টরস হোস্টেলসহ চারটি ছাত্র হোস্টেল লকডাউন করে রাখা হয়েছে। করোনা ইউনিট ছাড়াও ১০ বেডের আইসিইউতেও ভেন্টিলেশন সুবিধা রয়েছে।
Comments