ময়মনসিংহে ছেলের হাতে বাবা খুন
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আজ শনিবার সকালে নিজের বাবাকে কুপিয়ে হত্যা করেছে লিটন নামের এক যুবক।
নিহত আব্দুল খালেক মোল্লা জেলার ফুলবাড়িয়ার আছিম পাটুলি গ্রামের বাসিন্দা ছিলেন।
পরিবারের সদস্য ও প্রতিবেশীদের বরাত দিয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, পরিবারের কোনো কাজে সাহায্য না করা নিয়ে লিটনের (২৮) সঙ্গে তার বাবা আব্দুল খালেক মোল্লার সঙ্গে তর্ক হয়। এক পর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে লিটন তার বাবাকে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আজ শনিবার সকাল সোয়া ১১টার দিকে ভালুকা উপজেলা থেকে লিটনকে আটক করেছে পুলিশ। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে, এখনও কোনো মামলা করা হয়নি বলে জানিয়েছেন ওসি।
Comments