চেন্নাই থেকে শেষ বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ১৬৬ জন
ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইনস শেষ বিশেষ ফ্লাইট ঢাকায় এসে পৌঁছেছে। চেন্নাই থেকে এই ফ্লাইটে দেশে এসেছেন ১৬৬ জন।
করোনাভাইরাস মহামারিতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় গত প্রায় এক মাস ধরে দক্ষিণ ভারতের শহরটিতে এই বাংলাদেশিরা আটকে ছিলেন।
বেসরকারি বিমান সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, আজ দুপুর পৌনে তিনটার দিকে বিশেষ ফ্লাইটটি এসে পৌঁছেছে।
এর আগে গত ২০ এপ্রিল থেকে ইউএস-বাংলার চারটি বিশেষ ফ্লাইটে এরই মধ্যে প্রায় ৬৭০ জন বাংলাদেশি চেন্নাই থেকে ফিরেছেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত ২৫ মার্চ থেকে লকডাউনে রয়েছে পুরো ভারত। আগামী ৩ মার্চ পর্যন্ত দেশটিতে লকডাউন কার্যকর রাখার কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Comments