ডিএমপিকে সুরক্ষা সামগ্রী দিলেন আইজিপি
করোনা পরিস্থিতিতে ঢাকা শহরে কর্তব্যরত পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কে সুরক্ষা সামগ্রী দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
আইজিপি আজ শনিবার বিকালে পুলিশ সদরদপ্তরে ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের কাছে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।
সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে, ৫০ হাজার মাস্ক, দুই হাজার বোতল স্যানিটাইজার, দুই হাজার পিস আই প্রোটেক্টর, এক হাজার পিস ফেইস শিল্ড এবং পুনঃ ব্যবহারযোগ্য ১৫ হাজার পিপিই।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান করোনা পরিস্থিতিতে পুলিশ সদরদপ্তর থেকে সব ইউনিটে ইতোমধ্যে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে। এছাড়া, সুরক্ষা সামগ্রী কেনার জন্য সব ইউনিটকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। তবুও চলমান করোনা পরিস্থিতিতে বর্তমান বাস্তবতায় পুলিশ সদস্যদের সুরক্ষা সামগ্রীর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। ক্রমবর্ধমান এ চাহিদা পূরণের লক্ষ্যে সুরক্ষা সামগ্রী সরবরাহের ধারাবাহিকতায় ডিএমপিকে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
Comments