১৫ হাজার পরিবারকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর খাদ্য সহায়তা

করোনা প্রাদুর্ভাবের কারণে পিরোজপুরে কর্মহীন হয়ে পড়া ১৫ হাজার পরিবারকে নিজস্ব অর্থায়নে ইফতার ও খাদ্য সামগ্রী দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন করে মন্ত্রী বলেন, ‘দুর্যোগকালীন এ সময়ে সরকার সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দেবে। আর ক্ষতিগ্রস্থ সব মানুষকে সহযোগিতার জন্য সরকার ইতোমধ্যে প্যাকেজও ঘোষণা করেছে।’
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, ছোলা ও চিড়া।
আওয়ামী লীগের নেতাকর্মীরা পিরোজপুর-১ সংসদীয় আসনের পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার মানুষের ঘরে ঘরে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেবেন।
এর আগেও মন্ত্রী তার নিজস্ব তহবিল থেকে প্রায় ১৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার এবং
সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদারসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
Comments