চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত ২
স্টার অনলাইন গ্রাফিক্স

রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আজ ৫৮ মামলায় দুই লাখ ৯৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

খাতুনগঞ্জ পাইকারি বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিনের অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশি দাম রাখার মতো অভিযোগে চাল, ছোলা, ডাল, খেজুর, পেঁয়াজের বিভিন্ন পাইকারি দোকান ও আড়তে ১৫টি মামলায় এক লাখ ২০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। ম্যাজিস্ট্রেট কেএম ইশমাম আটটি মামলায় ৫৪ হাজার টাকা জরিমানা করেন। মুদি দোকানে পণ্যের মূল্য তালিকা না রাখায়, অধিক মূল্যে পণ্য বিক্রি করা এবং পণ্যের প্যাকেটে দাম, ওজন, পরিমাণ উল্লেখ না থাকা ইত্যাদি অপরাধে বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকার ছয়টি দোকানে ১২টি মামলায়  ৪৮ হাজার ৭০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা নগরীর পাচলাইশ, খুলশি, বায়েজিদ এলাকায় চারটি মুদি দোকানে ১১ হাজার করেন। অভিযান এ ছাড়া, অভিযান চালিয়ে জরিমানা করা হয় চান্দগাও, চকবাজার, বাকলিয়া ও কামাল বাজার এলাকায়।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ভ্রমমাণ আদালতের অভিযান প্রসঙ্গে জানান, ‘পাইকারি বাজার আমরা সবসময় নজরদারির মধ্যে রেখেছি। পাইকারি বাজার নিয়ন্ত্রণে থাকলে খুচরা বাজারে দাম এমনিতে কমে আসবে। তারপরও অতিরিক্ত দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

3h ago