ময়মনসিংহ মেডিকেলের আরও ২ চিকিৎসক ও ১ নার্সের করোনা শনাক্ত

ময়মনসিংহে আরও দুই চিকিৎসক ও এক জন নার্সের করোনা শনাক্ত হয়েছে। এরা সবাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী।
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে আরও দুই চিকিৎসক ও এক জন নার্সের করোনা শনাক্ত হয়েছে। এরা সবাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী।

আজ শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় ৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ময়মনসিংহ মেডিকেলের ১৫ চিকিৎসক ও ১৩ নার্সসহ এ জেলায় মোট আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা ৬১ জন।

এ ছাড়া, ময়মনসিংহ বিভাগের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৯২ জন। গতকাল নতুন করে ২০ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছিল। এরমধ্যে ছয় চিকিৎসক, সাত নার্স ও স্টাফসহ ১৯ জনই ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী।

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

21m ago