ঝিনাইদহে চিকিৎসকসহ আরও ৭ করোনা রোগী শনাক্ত

ঝিনাইদহে চিকিৎসকসহ করোনাভাইরাসে আক্রান্ত আরও সাত জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত নয় জনকে শনাক্ত করা হয়েছে।
Jhenaidah Map
স্টার অনলাইন গ্রাফিক্স

ঝিনাইদহে চিকিৎসকসহ করোনাভাইরাসে আক্রান্ত আরও সাত জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত নয় জনকে শনাক্ত করা হয়েছে।

আজ রোববার সকালে বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।

তিনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষা ল্যাব থেকে ১৫টি নমুনার ফল পাঠানো হয়েছে। এর মধ্যে এক চিকিৎসকসহ সাত জনের ফল পজিটিভ ও আট জনের নেগেটিভ এসেছে। শনাক্ত হওয়া সাত জনের মধ্যে ঝিনাইদহ সদরে তিন জন, কালীগঞ্জে দুই জন, কোটচাঁদপুরে একজন ও শৈলকুপায় একজন।

উল্লেখ্য, এ নিয়ে গত দুই দিনে জেলায় করোনা আক্রান্ত নয় জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ঝিনাইদহ সদরে চার জন, কালীগঞ্জে তিন জন, শৈলকুপায় একজন ও কোটচাঁদপুরে একজন।

Comments

The Daily Star  | English

Fashion brands face criticism for failure to protect labour rights in Bangladesh

Fashion brands, including H&M and Zara, are facing criticism over their lack of action to protect workers' basic rights in Bangladesh, according to Clean Clothes Campaign (CCC)..One year after a violent crackdown by state actors and employers against Bangladeshi garment workers protesting

Now