রাজশাহীতে করোনায় প্রথম মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ৭টা ৪০ মিনিটে ৮০ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান। তার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।
রামেক হাসপাতালে উপপরিচালক সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনায় রাজশাহীতে এটিই প্রথম মৃত্যু।
করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর পরে তার ছেলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ যত্ন নেয়নি।’
গত ১৭ এপ্রিল মূত্রথলি সংক্রান্ত জটিলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। এক্স-রে রিপোর্টে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় উপসর্গ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত হতে তার নমুনা পরীক্ষা করে হাসপাতাল কর্তৃপক্ষ। ২০ এপ্রিল রাতে জানা যায়, তিনি করোনায় আক্রান্ত। এরপর তাকে রামেক হাসপাতালের অধীনে সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হয়।
তার ছেলে বলেন, ‘বাবার তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল। তার ভেন্টিলেটর ও আইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিল। কিন্তু সেখানে সেই ব্যবস্থা নেই।’
চিকিৎসা প্রসঙ্গে জানতে চাইলে সাইফুল ফেরদৌস কোনো মন্তব্য করতে রাজি হননি।
রাজশাহীর পুরো জেলায় এ পর্যন্ত ১৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সাত জন বিভিন্ন করোনা পয়েন্টে চিকিৎসাধীন।
Comments