অতিরিক্ত দামে আদা বিক্রি করায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

পণ্যের দাম নিয়ন্ত্রণে ও ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে মানিকগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: স্টার

অতিরিক্ত দামে আদা বিক্রি করায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রোববার সকালে উপজেলার চারিগ্রাম, সাহরাইল, মানিকনগর ও বায়রা বাজারে অভিযান চালিয়ে এই অর্থদণ্ড দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- চারিগ্রাম বাজারের মো. এরশাদ, আক্কাস আলী ও ফিরোজ হোসেন, সাহরাইল বাজারের খোকন মোল্লা, মানিকনগর বাজারের মিজানুর রহমান এবং বায়রা বাজারের শংকর সাহা।

তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা আসাদুজ্জামান রুমেল জানান, সিঙ্গাইরের প্রতিটি বাজারে প্রতি কেজি আদা ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে- এমন খবরের ভিত্তিতে তিনি অভিযান চালান। অভিযানে তিনি অভিযোগের সত্যতা পান। ছয় ব্যবসায়ীকে জরিমানা করার পাশাপাশি সবাইকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নির্ধারিত মূল্যে অর্থাৎ প্রতি কেজি আদা সর্বোচ্চ ২০০ টাকা দামে বিক্রি করতে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রেতা ও বিক্রেতাসহ সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দেশনাও দেওয়া হয়।

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ও ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে জেলার বিভিন্ন বাজারে এই অভিযান অব্যাহত থাকবে বলে যোগ করেন তিনি। অভিযানে সহযোগিতা করেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা শাখার সম্পাদক এবিএম সামছুন্নবী তুলিপ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম আজাদ ও আনসার সদস্যরা।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce 

1h ago