১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত
করোনাভাইরাস পরিস্থিতিতে ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত করা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে প্রাথমিক বাছাই পরীক্ষা হওয়ার কথা ছিল ১৫ ও ১৬ মে। এই পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল ৭ ও ৮ আগস্ট।
আজ রোববার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পরীক্ষা স্থগিতের আদেশ জারি করে বলেছে, ২০২০ সালের ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরীক্ষার সূচি পরে জানানো হবে।
এই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়া হয়।
Comments