যশোর জেলা লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামীকাল সোমবার সকাল ছয়টা থেকে যশোর জেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউনে ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।
আজ রবিবার বিকাল চারটায় যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হল।’
আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষার ফলে যশোরের ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করা হয়। খুলান বিভাগে যশোর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
Comments