পিরোজপুরে করোনা আক্রান্ত ৭ জনের মধ্যে সুস্থ হলেন ১ জন
পিরোজপুরে করোনা আক্রান্ত সাত জনের মধ্যে একজন পুরোপুরি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। জেলার মঠবাড়িয়া উপজেলার ৩০ বছর বয়সী ওই যুবকই পিরোজপুরের প্রথম শনাক্ত হওয়া করোনা আক্রান্ত ব্যক্তি।
একাধিকবার কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার পর শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলী আহসান। পরবর্তী ১৪ দিন তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।
এছাড়া ওই যুবক যাতে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন কিংবা হয়রানির শিকার না হন সেজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের বলা হয়েছে বলেও জানান তিনি।
গত ১৩ এপ্রিল ওই যুবকের করোনা ভাইরাস ধরা পড়ে। তিনি নারায়ণগঞ্জ থেকে মঠবাড়িয়ায় এসেছিল। পরের দিন সদর উপজেলায় দুই জন এবং ভান্ডারিয়ায় আরও একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর ভান্ডারিয়াতে ২০ এপ্রিল একজন ও ২৪ এপ্রিল আরও দুইজন শনাক্ত হন। এরা সবাই বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
পিরোজপুরে করোনা আক্রান্তদের সবাই নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে এসেছেন। তবে আক্রান্তদের মধ্যে শুধুমাত্র একজনেরই উপসর্গ ছিল। এদিকে করোনা ভাইরাস শনাক্তের জন্য পিরোজপুরের সাতটি উপজেলা থেকে এখন পর্যন্ত ১৬৯ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকী।
Comments