বড় ভাইয়ের বটির আঘাতে ছোট ভাই নিহত
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ধারালো বটির আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। এ ঘটনায় বড় ভাইকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার মিনারবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত ছোট ভাই হলেন আমজাদ হোসেন (৩২) ও আটক বড় ভাই ইব্রাহীম মিয়া (৪৫)।
পরিবারের বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পাশের বাড়ির আম গাছ থেকে আম চুরি করার অপরাধে প্রতিবেশীরা বাড়িতে এসে ইব্রাহীম মিয়ার ছেলে মনসুর মিয়ার নামে অভিযোগ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ইব্রাহীম তার ছেলেকে মারধর করে। ভাতিজাকে মারধরে বাধা দেয় ইব্রাহীমের ভাই আমজাদ হোসেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বড় ভাই ঘর থেকে ধারালো বটি এনে ছোট ভাইকে ঘাড় ও বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যায় ছোট ভাই আমজাদ।
তিনি বলেন, এলাকাবাসী ঘটনার কথা জানানোর পর ইব্রাহীমকে আটক করা হয়। আর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছোট ভাইয়ের স্ত্রী জান্নাতুল মাওয়া বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments