করোনায় দেশে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৯৭
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৫২। এ ছাড়া, আক্রান্ত আরও ৪৯৭ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৫ হাজার ৯১৩ জনকে শনাক্ত করা হয়েছে।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৯৭ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯১৩ জন। মারা গেছেন আরও সাত জন। তাদের মধ্যে ছয় জন পুরুষ ও একজন নারী। সাত জনের মধ্যে ষাটোর্ধ্ব পাঁচ জন, ৪০-৫১ বছর বয়সের মধ্যে একজন ও একজন শিশু রয়েছে, যার বয়স ১০ বছরের নিচে। তাদের মধ্যে ঢাকায় পাঁচ জন ও ঢাকার বাইরে দুই জন। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৫২ জন।
তিনি আরও জানান, এখন পর্যন্ত ৫০ হাজার ৪০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
সেই হিসাবে দেশে প্রথম মৃত্যুর পর ৪০ দিনে মৃতের সংখ্যা বেড়ে ১৫২ জন এবং প্রথম আক্রান্তের পর ৫০ দিনে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯১৩ জনে পৌঁছেছে।
Comments