কোহলি আর ভিলিয়ার্সকে সবার উপরে রাখলেন উইলিয়ামসন

সেরার প্রশ্নে উইলিয়াসন নির্দ্বিধায় বেছে নিলেন এবিডি ভিলিয়ার্সকে, একইসঙ্গে সমান পাল্লায় রাখলেন বিরাট কোহলিকেও।
Virat kohli and Ab de villiers
ফাইল ছবি: এএফপি

সময়ের সেরা ব্যাটসম্যান কে? প্রতি যুগেই এই নিয়ে থাকে প্রশ্ন, চলে বিতর্ক। কয়েকজনের মধ্যে হয় সেরার প্রতিযোগিতাও। বর্তমান সময়ে সেরাদের তালিকায় নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসনের নামও আসে মাঝেমধ্যে। কিন্তু সেরার প্রশ্নে উইলিয়াসন নির্দ্বিধায় বেছে নিলেন এবিডি ভিলিয়ার্সকে, একইসঙ্গে সমান পাল্লায় রাখলেন বিরাট কোহলিকেও।

করোনাভাইরাসের কারণে লকডাউনের সময়ে নানান বিষয়ে গল্প আড্ডা করে সময় পার করছেন ক্রিকেটাররা। ইন্সটাগ্রামে রোজই বসছে লাইভ আড্ডার আসর। তেমন এক আড্ডায় উইলিয়ামসনের সঙ্গে মিলিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

এক পর্যায়ে ওয়ার্নার উইলিয়ামসনের কাছে জানতে চান, তার চোখে সেরা ব্যাটসম্যান কে? কূটনৈতিক পথে না গিয়ে দুজনকে বেছে রীতিমতো ব্যাখ্যা দিয়েছেন কিউই কাপ্তান,  ‘নিশ্চিত করে একজনের কথা বলা কঠিন। যেমন ভিলিয়ার্স। আমি জানি সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে কেবল ফ্রেঞ্চাইজি ক্রিকেটই খেলে বেড়াচ্ছে। কিন্তু সহজাত ক্ষমতার কথা বললে সে সেরাদের একজন। মানুষ হিসেবেও উপরে থাকবে। আমাদের সময়ের স্পেশাল ক্রিকেটের এবি।’

এরপরই এসেছে কোহলির কথা, ‘এত ভালো ভালো ক্রিকেটারদের মাঝে কোহলি আরেকজন, যে আলাদা। সব ফরম্যাটে দাপিয়ে বেড়াচ্ছে। রান করার জন্য বরাবরই মরিয়া। তার খেলা দেখতে অসাধারণ লাগে, তার বিপক্ষে খেলাটাও দারুণ উপভোগ্য। অনেক কিছু শেখার জায়গা আছে, ক্রিকেটকে সে অনেক উঁচুতে নিয়ে গেছে।’

নিজের উত্তর শেষ করে ওয়ার্নারের কাছে একই প্রশ্ন রাখেন উইলিয়ামসন। অস্ট্রেলিয়ান ওপেনার বর্তমান সময়ের সেরা তিন ব্যাটসম্যানকেই রেখেছেন নিজের তালিকায়, ‘যদি জীবনের জন্য ব্যাট করার কথা বলা হয় আমি বেছে নেব তোমাকে, স্মিথিকে (স্টিভেন স্মিথ) এবং বিরাটকে।’

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

5h ago