খাবারের দাবিতে টাঙ্গাইলে সড়ক অবরোধ
টাঙ্গাইলের ঘাটাইলে লকডাউনে কর্মহীন হয়ে পড়া লোকজন সরকারি খাদ্য সহায়তার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন।
আজ সোমবার সকালে উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের প্রায় সাত-আটটি গ্রামের অসহায়, দরিদ্র ও অনাহারী তিন শতাধিক নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুরা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়িতে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভেকারীদের অভিযোগ, করোনাভাইরাস থেকে বাঁচতে কাজকর্ম ছেড়ে তারা বসে আছেন। ঘরে খাবার শেষ হয়ে গেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা খোঁজ রাখছেন না। তাই ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
তাদের অভিযোগ যে এত দিনেও তারা কোনো সরকারি খাদ্য সহায়তা পাননি। রোজার মাসে না খেয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
পরে উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু এবং ইউএনও অঞ্জন কুমার সরকার সেখানে উপস্থিত হয়ে আজকের মধ্যে খাদ্য সহায়তা দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
ঘটনাস্থল থেকে ইউএনও, সাংবাদিকদের বলেন এই এলাকায় এমন হবার কথা নয়। সাধারণত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে ত্রাণ সহায়তা পাঠানো হয়। যারা পাননি তারা যদি আমাকে বিষয়টি আগে জানাতেন তাহলে আমি ব্যবস্থা করে দিতে পারতাম।
Comments