মোংলা বন্দরে ৬ চীনা নাবিক আইসোলেশনে

করোনাভাইরাস সন্দেহে মোংলা বন্দরে আগত চীনের একটি কয়লাবাহী জাহাজের সব বানিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শরীরে তাপমাত্রা বেশি থাকায় ছয় নাবিককে জাহাজের অভ্যন্তরে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। তারা সবাই চীনের নাগরিক।
ছবি গুগল ম্যাপ থেকে নেওয়া

করোনাভাইরাস সন্দেহে মোংলা বন্দরে আগত চীনের একটি কয়লাবাহী জাহাজের সব বানিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শরীরে তাপমাত্রা বেশি থাকায় ছয় নাবিককে জাহাজের অভ্যন্তরে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। তারা সবাই চীনের নাগরিক।

আজ সোমবার মোংলা পোর্ট হেলথ অফিসার সুফিয়া খাতুন এ তথ্য নিশ্চিত করেন।

মোংলা পোর্ট হেলথ অফিসার সুফিয়া খাতুন বলেন, ‘আমরা জাহাজে থাকা নাবিকদের নিয়ম অনুযায়ী পরীক্ষা করেছি। এর মধ্যে ৬ নাবিকের শরীরের তাপমাত্রা বেশি ছিল। তাই জাহাজের সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। তাপমাত্রা বেশি থাকা নাবিকদের জাহাজের অভ্যন্তরে আইসোলেশনে থাকতে বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আইইডিসিআরের সঙ্গে কথা বলেছি। তারা আগামীকাল পুনরায় নাবিকদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে বলেছেন। যদি তাপমাত্রা বেশি পাওয়া যায় তাহলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজে থাকা নাবিক ও শ্রমিকরা জাহাজেই অবস্থান করবেন। অন্য কেউ জাহাজে প্রবেশ করতে পারেব না।’

জাহাজটি চায়না থেকে সিঙ্গাপুর, মালায়শিয়াসহ আরও কিছু দেশ ঘুরে বাংলাদেশে এসেছে। জাহাজটি যখন চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছিল তখনও নাবিকদের কারও কারও শরীরের তাপমাত্রা বেশি ছিল। তখন ওই নাবিকদের কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। কোয়ারেন্টিন শেষে (১৪ দিন পর) তারা মোংলা বন্দরে এসেছে বলেও জানিয়েছেন মোংলা পোর্ট হেলথ অফিসার সুফিয়া খাতুন।

বন্দর সূত্রে জানা যায়, চায়না পতাকাবাহী কয়লা বোঝাই জাহাজ এমভি চ্যান-হ্যাং-জিং-হাই চট্টগ্রাম হয়ে সোমবার মোংলা বন্দরের হারবারিয়ায় নোঙ্গর করে। নিয়ম অনুযায়ী বিকেলে করোনা শনাক্ত মেডিকেল টিম জাহাজটিতে প্রবেশ করেন। এসময় মেডিকেল টিম ৬ চায়না নাবিকের শরীরে উচ্চ তাপমাত্রা পান। ফলে, জাহাজের সকল কার্যক্রম বন্ধ করে দেয় বন্দর স্বাস্থ্য বিভাগ।

Comments

The Daily Star  | English
train derailed in Tejgaon

Rail link from Dhaka restored

The rail connectivity between Dhaka with the rest of the country has been restored 4.5 hours after the derailment of a train in Tejgaon

16m ago