ধান কাটতে চাঁদপুর থেকে শ্রমিক পাঠাচ্ছে পুলিশ

ধান কাটতে চাঁদপুর থেকে বিভিন্ন জেলায় শ্রমিক পাঠাচ্ছে জেলা পুলিশ। গত তিন দিনে জেলা থেকে ৯২ জন শ্রমিক ধান কাটতে গেছেন।
আজ সোমবার চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের নির্দেশে শাহরাস্তি থানা পুলিশ তৃতীয় দফায় ২৯ জন ধান কাটার শ্রমিক নীলফামারীতে পাঠিয়েছেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও কচুয়া সার্কেল) আফজাল হোসেন বলেন, বিকেলে শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা থেকে এসব শ্রমিক নীলফামারীর উদ্দেশে বাসে রওনা হন। এর আগে গত শনিবার শাহরাস্তি থেকে আরও ২৭ জন শ্রমিক একই জেলায় গিয়েছেন। এর আগে গত ২৫ এপ্রিল হাজীগঞ্জ থেকেও ৩৬ জন শ্রমিককে পঞ্চগড় জেলায় পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বলেন, ‘করোনা প্রাদুর্ভাবের সময়ে বিভিন্ন জেলায় লকডাউন থাকায় কৃষকরা ধান কাটতে পারছে না। এজন্য আমরা চাঁদপুর থেকে শ্রমিকদের খুঁজে বের করে বিভিন্ন জেলায় পাঠানোর ব্যবস্থা করি। আগামীতেও যে কোন জেলায় শ্রমিক পাঠাতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’
Comments